বদনাম ঘুচিয়ে দিতে চাই: সিইসি
- সর্বশেষ আপডেট ১১:০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 83
অতীতের বিতর্কিত তিনটি নির্বাচনের মাধ্যমে যে বদনাম হয়েছে সেটা বর্তমান নির্বাচন কমিশন ঘুচিয়ে দিতে চায় বলে নিজেদের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আইনের শাসন কাকে বলে এবার দেখিয়ে দিতে চাই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপিসহ সকল মাঠ প্রসাশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্য চার নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন।
ডিসি-এসপিদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। আমরা খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে।
আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেবেন না।





































