বডি শেমিংয়ের তীব্র আঘাতে ভেঙে পড়েছেন আয়েশা খান
- সর্বশেষ আপডেট ০৪:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 104
ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং বর্তমানে উপস্থাপনা করছেন বহুল আলোচিত টেলিভিশন শো ‘লাফটার শেফস’ (সিজন ৩)। সম্প্রতি এই শোর মঞ্চে অতিথি হিসেবে হাজির হন কপিল শর্মা, সঙ্গে তার নতুন সিনেমা ‘কিস কিসকো প্যায়ার করু ২’–এর পুরো টিম। তবে সেই পর্বেই ঘটে যায় একটি বিতর্কিত ঘটনা, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ছবির চার অভিনেত্রী—ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী ও পারুল গুলাটি—নাচতে নাচতে মঞ্চে প্রবেশ করেন। তারা উপস্থাপক ভারতী সিংয়ের সামনে এলে তিনি হঠাৎ রসিকতার ছলে বলেন, চারজনকে একসঙ্গে আসতে দেখে তার মনে হচ্ছিল যেন অভিনেতা কৃষ্ণা অভিষেক আবার ফিরে এসেছেন। এরপর আয়েশা খানের দিকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, আয়েশাকে দেখে নাকি কৃষ্ণার মতোই লম্বা ও ভারী মনে হচ্ছে।
এই মন্তব্যে মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়েন আয়েশা খান। প্রকাশ্যে এমন মন্তব্যে তিনি স্পষ্টতই বিব্রত বোধ করেন এবং নিজের পেট ঢাকার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে কপিল শর্মা সঙ্গে সঙ্গে ভারতীকে প্রশ্ন করেন—এটি প্রশংসা ছিল, নাকি অন্য কিছু বোঝাতে চাওয়া হয়েছে?
ঘটনাস্থলে উপস্থিত অভিনেত্রী পারুল গুলাটিও বিষয়টি এড়িয়ে যাননি। তিনি সরাসরি ভারতীকে জানান, এ ধরনের কথা বলা মোটেও ঠিক হয়নি। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ভারতী সিং হাসিমুখে বলেন, তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা, তাই না ভেবেই কথাটি বলে ফেলেছেন।
































