বডি ক্যামেরা কেনার দায়িত্ব পেলেন ৬৪ জেলার এসপি
- সর্বশেষ আপডেট ১১:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 39
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দেড় মাসেরও কম সময় বাকি। এখনও বডি ক্যামেরা কেনা যায়নি। নির্বাচন স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি ক্যামেরা সরবরাহ করার আলোচনা চলছিল গেল কয়েক মাস ধরে। বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে নানা মতামত উঠে আসে। এবার ৬৪ জেলার পুলিশ সুপারকে ক্যামেরা কেনার দায়িত্ব দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করে সেখানকার জন্য প্রয়োজনীয় সংখ্যক ক্যামেরা কেনার দরপত্র আহ্বান করবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার। এরই মধ্যে পুলিশ সদরদপ্তর থেকে এসপিদের এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার রাতে পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, নির্বাচন উপলক্ষে বডি ক্যামেরা এসপিরা কিনবেন। পুলিশ সদরদপ্তর এটা কেন্দ্রীয়ভাবে কিনছে না। কোথায় দরকার হবে তা ঠিক করবেন এসপিরা। আশা করি যথাসময়ে ক্যামেরা কিনতে পারবেন তারা।
গত আগস্টে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল, আগামী জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রের নিরাপত্তাবডি ক্যামেরা য় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি টিম রয়েছে। যারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখছেন কোথায় বডি ক্যামেরা প্রয়োজন হবে। কেবল ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য বডি ক্যামেরা থাকবে।
ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঢাকা জেলার আওতাধীন কেন্দ্রের মধ্যে কতটি ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ সেটির তালিকা তৈরি করা হয়েছে। আমাদের ৭০টি বডি ক্যামেরা লাগবে। সপ্তাহ দুয়েকের ভেতরে ক্যামেরা হাতে পাওয়ার আশা করছি।
গত আগস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, ‘বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন এবং থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে এসব ক্যামেরা সরবরাহের জন্য।
































