বড় পর্দায় ফিরছেন আলোচিত তিন তারকা
- সর্বশেষ আপডেট ০২:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 90
ঢালিউডের জনপ্রিয় তিন মুখ—অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম ও তানিয়া বৃষ্টি—দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন। সময়ের ব্যবধানে তাঁদের অভিষেক হলেও, তিনজনই প্রায় একই সময়ে নতুন সিনেমার কাজে যুক্ত হয়ে আলোচনায় এসেছেন।
অপু বিশ্বাস: নতুন জুটি, নতুন সিনেমা
২০০৫ সালে আমজাদ হোসেনের কাল সকালে চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। সর্বশেষ তিনি অভিনয় করেন নিজের প্রযোজিত ছবি লাল শাড়িতে, যার শুটিং হয় ২০২২ সালের শেষ দিকে। এবার তিনি ফিরছেন সিক্রেট নামের নতুন ছবিতে, পরিচালনায় আগের মতোই বন্ধন বিশ্বাস। তাঁর বিপরীতে থাকবেন আদর আজাদ এটাই তাঁদের প্রথম জুটি। ডিসেম্বর থেকেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। অপু বিশ্বাস জানান, “দর্শকের প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত আমি।” শোনা যাচ্ছে, সিক্রেট ছাড়াও আদর আজাদের সঙ্গে আরও একটি নতুন ছবিতে যুক্ত হয়েছেন তিনি।
বিদ্যা সিনহা মিম: নতুন বছরের শুরুতেই বড় পর্দায়
২০০৮ সালে হুমায়ূন আহমেদের আমার আছে জল ছবিতে প্রথম অভিনয় করেন মিম। গত কয়েক বছর তাঁকে সিনেমায় দেখা যায়নি। তবে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে তিনি নতুন করে বড় পর্দায় ফেরার কথা জানান। ইতিমধ্যে তিনি অঘোষিত নামে একটি ছবির কাজ শুরু করেছেন, যেখানে তাঁর সহ-অভিনেতা আরিফিন শুভ। সাইফ চন্দন পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি তাঁদের জুটির তৃতীয় চলচ্চিত্র। শুটিং সেট থেকে প্রকাশিত আরিফিন শুভর একটি ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি নতুন বছরে ওটিটিতেও দেখা যাবে মিমকে—সম্প্রতি তিনি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন।
তানিয়া বৃষ্টি: ছয় বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন
২০১৫ সালে ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমন সাড়া পাননি, ফলে পরে ছোট পর্দায় নিয়মিত হয়ে ওঠেন। তাঁর অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি গোয়েন্দাগিরি আসে ২০১৯ সালে, যদিও শুটিং হয়েছিল আরও আগে। প্রায় ছয় বছর পর তিনি ফিরছেন রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনাল–এ। আদালতকেন্দ্রিক নাটক ও ক্রাইম থ্রিলারের মিশেলে তৈরি ছবিটিতে আরও থাকছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদসহ অনেকে। শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে।
তিন তারকাই নতুন উদ্যমে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন এমন খবরে তাঁদের ভক্তদের মধ্যে আবারও উৎসাহ দেখা যাচ্ছে।
































