বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস
- সর্বশেষ আপডেট ১১:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 73
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের মঙ্গলবার সকাল প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে এটি ঘটার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং এর বিস্তার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।
প্রত্যাশা করা হচ্ছে, ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রাখে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
































