ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সর্বশেষ আপডেট ০১:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় দুর্বৃত্তরা হামলা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

হামলাকারীরা বাসায় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি মই ব্যবহার করে গেট টপকে ভেতরে প্রবেশ করে এবং দুইটি গাড়ি ভাঙচুর করে।

 

বাসার কেয়ারটেকার জানান, ঘটনার সময় কাদের সিদ্দিকী বাসার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ ১০-১৫ জনের একটি দল হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় বাসায় আতঙ্কের সৃষ্টি হয়।

 

এ প্রসঙ্গে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। খুব শিগগিরই হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

এদিকে এর কয়েক ঘণ্টা আগে শনিবার দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

 

দলীয় সূত্র জানায়, দুপুরে সভায় যোগ দিয়ে তিনি দীর্ঘ সময় স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনেন। নিজ বক্তব্য শুরু করার প্রায় দশ মিনিটের মাথায় তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে নেতাকর্মীরা তাকে দ্রুত গাড়িতে করে বাসায় নিয়ে আসেন।

একই দিনে অসুস্থতা ও রাতের হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা

সর্বশেষ আপডেট ০১:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

হামলাকারীরা বাসায় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি মই ব্যবহার করে গেট টপকে ভেতরে প্রবেশ করে এবং দুইটি গাড়ি ভাঙচুর করে।

 

বাসার কেয়ারটেকার জানান, ঘটনার সময় কাদের সিদ্দিকী বাসার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ ১০-১৫ জনের একটি দল হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় বাসায় আতঙ্কের সৃষ্টি হয়।

 

এ প্রসঙ্গে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। খুব শিগগিরই হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

এদিকে এর কয়েক ঘণ্টা আগে শনিবার দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

 

দলীয় সূত্র জানায়, দুপুরে সভায় যোগ দিয়ে তিনি দীর্ঘ সময় স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনেন। নিজ বক্তব্য শুরু করার প্রায় দশ মিনিটের মাথায় তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে নেতাকর্মীরা তাকে দ্রুত গাড়িতে করে বাসায় নিয়ে আসেন।

একই দিনে অসুস্থতা ও রাতের হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।