বগুড়ায় শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা
- সর্বশেষ আপডেট ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 171
বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় লাইলী খাতুন (৭০) ও তার পুত্রবধূ হাবিবা বেগমকে (২২) ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন লাইলীর ১৮ বছর বয়সী মেয়ে বন্যা আক্তার। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত লাইলী খাতুন সদর উপজেলার হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী এবং হাবিবা বেগম পারভেজ আলমের স্ত্রী।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুনুর রশিদ।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলীর বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে প্রথমে সামনে পাওয়া লাইলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে। এরপর একইভাবে তার পুত্রবধূ হাবিবাকেও গলা কেটে হত্যা করা হয়। এ সময় সেখানে থাকা লাইলীর মেয়ে বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের কয়েকটি স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি পারিবারিক ও প্রেমঘটিত বলে মনে হয়েছে। তবে কারণ যাই হোক, দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।


































