বগুড়ায় জনসংযোগে নামলেন মীর স্নিগ্ধ
- সর্বশেষ আপডেট ০৯:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 96
শহীদ মীর মুগ্ধের লাশ দাফনের বিষয়ে সোমবার নিহতের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ তাদেরকে কোনও নিরাপদ স্থান দেয়নি। তাই তারা পুলিশের নজর এড়াতে প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে সেখানে মীর মুগ্ধের লাশ দাফন করতে বাধ্য হন—এ কথা তিনি রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে অনুষ্ঠিত ছাত্র-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জানান।
স্নিগ্ধ আরও অভিযোগ করেন, “খুনি হাসিনার মন্ত্রীসহ বহু উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল। আমরা বাসায় থাকতে না পেরে আত্মগোপনে যেতে বাধ্য হই এবং ৫ আগস্টে মুক্তি পেয়েছি। আমি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি খুনি হাসিনা কীভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা বলছি, খুনি হাসিনার সঙ্গে আমরা কোনো আপোষ করব না।” — এসব দাবি তিনি সভায় তুলে ধরেন।
সাম্প্রতিক সময়ে মীর স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, “হাসিনা শুধু ২০২৪ সালের অভ্যুত্থানে নয়, পরে সরকার গঠন করে বিভিন্নভাবে বিএনপির ওপর নির্যাতন চালিয়েছে। গুম, খুন আর ভীতি দেখিয়ে মানুষকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে।”
তিনি আরও জানান, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে খুনি হাসিনার তৈরি সরকার ব্যবস্থা চিরতরে কবর দেয়া হবে”—এ মন্তব্যও সভায় করেন মীর স্নিগ্ধ।
































