বক্তব্যের মাঝেই কুষ্টিয়া জামায়াত আমিরের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৭:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 48
কুষ্টিয়ায় একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেমের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাওলানা আবুল হাশেম। পরে তাকে দ্রুত থানাপাড়া মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামায়াতের জেলা সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে চিকিৎসকদের পর্যবেক্ষণ চলছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন জানান, উচ্চ রক্তচাপের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে- এমন অভিযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিতেই উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম। বক্তব্য দেওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।




































