ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়
ফ্লোটিলার নৌযানগুলোতে কোনো ত্রাণ ছিল না
- সর্বশেষ আপডেট ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 211
গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টি নৌযানের কোনোটিতেই ত্রাণ ছিল না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করা হয়েছে।
প্রকাশিত ওই ভিডিওতে ইসরায়েলি পুলিশের মুখপাত্র ডিন এলসডান দেখান যে, সুমুদ ফ্লোটিলার অন্যতম বৃহৎ নৌযানের ভেতর পুরোপুরি খালি ছিল। সেখানে কোনো ত্রাণ পাওয়া যায়নি।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রাণ না থাকার বিষয়টি প্রমাণ করে যে এটি মানবিক উদ্যোগ নয়, বরং রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবেই সুমুদ ফ্লোটিলা যাত্রা করেছিল।
ভিডিওতে মুখপাত্র আরও বলেন, মানবাধিকার কর্মীরা যাতে সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে না পারেন, সেজন্য ইসরায়েল তাদের আটক করে।
গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজ ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। এসব জাহাজে থাকা প্রায় ৫০০ প্রো-ফিলিস্তিনি কর্মীকে আটক করা হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীরা সবাই সুস্থ আছেন এবং কোনো জাহাজই গাজায় পৌঁছাতে পারেনি। যেসব কর্মী গাজায় সহায়তা পাঠানোর চেষ্টা করছিলেন, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট




































