শিরোনাম
ফ্রি কিক থেকে হামজার গোলে এগিয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 121
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন হামজা চৌধুরী।
ম্যাচের শুরুটা ছিল হংকংয়ের নিয়ন্ত্রণে, তবে কয়েক মিনিট পরই ছন্দ ফিরে পায় স্বাগতিকরা। আক্রমণ সাজাতে শুরু করে বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি দল। কিন্তু এক মিনিট পরই আসে কাঙ্ক্ষিত সুযোগ—ডি বক্সের বাম পাশে ফাউলের ফলে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেখান থেকে নিখুঁত শটে বল জালে পাঠান হামজা চৌধুরী।
বাংলাদেশের হয়ে এটি হামজার দ্বিতীয় গোল। এর আগে ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামজার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।





































