ফ্রি-কিকে গোল, ক্লাব বিশ্বকাপে মেসির নতুন রেকর্ড
- সর্বশেষ আপডেট ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 345
আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে ক্লাব বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা। এই গোলের মাধ্যমে ইন্টার মায়ামিকে জয়ের আনন্দও এনে দিলেন তিনি।
ম্যাচটি অনুষ্ঠিত হয় আটলান্টায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া মেসির বাঁ পায়ের ফ্রি-কিক বল সরাসরি পোস্টে লেগে জালে জড়ায়। ফার পোস্টের দিকে লক্ষ্য করে নেওয়া শটটি গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায় এবং এটিই ম্যাচের জয়সূচক গোল হয়ে দাঁড়ায়।
এই গোলটি মেসির ক্লাব বিশ্বকাপে প্রথম গোল হলেও এটি ছিল তার ক্যারিয়ারের ৬৮তম ফ্রি-কিক গোল। একইসঙ্গে ৩৭ বছর ৩৬০ দিন বয়সে গোল করে তিনি ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করা আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন হ্যাভিয়ের জানেত্তিকে, যিনি ৩৭ বছর ৪ মাস ৫ দিন বয়সে গোল করেছিলেন।
গোলের পর প্রতিক্রিয়ায় মেসি জানান, “প্রথম ম্যাচে ড্র করার পর আমরা আজ জয়ের জন্যই মাঠে নেমেছিলাম। তরুণরা খুব ভালো খেলেছে, জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”
নিজের গোল সম্পর্কে মেসি বলেন, “গোলরক্ষক মাঝ বরাবর দাঁড়িয়ে ছিল, আমি দেখলাম ফার পোস্ট খালি। ওখানে লক্ষ্য করে শট নিই, আর বলটা ঠিক সেখানেই গেল।”
এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে ইন্টার মায়ামি সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। প্রথম ম্যাচে তারা আল আহলির সঙ্গে ড্র করেছিল। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। সেই ম্যাচে জয় পেলে তারা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে।
































