‘ফ্যাসিস্টদের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে’
- সর্বশেষ আপডেট ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 62
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনায় এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রশাসনকে আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন। আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কাজ করতে পারে।
তিনি বলেন, অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে। বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে। ডিআইজি পালিয়ে গেছে। পুলিশ কমিশনার পালিয়ে গেছে। ওসিরা চাকুরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না।
































