ফেসবুকে ভিডিও পোস্টে ধরা খেল পাখি শিকারি যুবক
- সর্বশেষ আপডেট ১০:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 88
ফেসবুকে সংরক্ষিত পাখি ঘুঘু ও শালিক শিকার করে রান্নার ভিডিও পোস্ট করার দায়ে পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবককে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) উপজেলার বালিয়াতলীর আমতলীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
দণ্ডপ্রাপ্ত যুবক বায়েজিদ আমীন (২৭), স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহর ছেলে। আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বায়েজিদ প্রায় ২০টি ঘুঘু ও শালিক শিকার করে সেগুলো রান্না করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হলে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, সংরক্ষিত পাখি শিকার আইনত গুরুতর অপরাধ। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে কেউ প্রকৃতি ও বন্যপ্রাণীর ক্ষতি করতে সাহস না পায়।
































