ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের খুলছে কুয়েতের শ্রমবাজার

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 152

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছে দেশটি। রোববার (১৯ অক্টোবর) ফরেন অফিস কনসালটেশন দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ঈসা জোহর হায়াত এ কথা জানান।

তিনি জানান, খাদ্য নিরাপত্তা, সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে তার দেশ আগ্রহ প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা-তে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। কুয়েতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে উভয় দেশের মধ্যে দূতাবাস স্থাপনের জন্য প্লট বরাদ্দ হস্তান্তর, শ্রমবাজার, ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট চালু, তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা, ঢাকার পূর্বাচলে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ, অবকাঠামো ও কৃষিক্ষেত্রে সহযোগিতা, কুয়েতে হালাল পণ্যের অ্যাক্রিডিটেড সার্টিফিকেট বা সনদ প্রাপ্তিতে সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শনিবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছাবেন। এছাড়া তিনি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অথবা সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফের খুলছে কুয়েতের শ্রমবাজার

সর্বশেষ আপডেট ০৭:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছে দেশটি। রোববার (১৯ অক্টোবর) ফরেন অফিস কনসালটেশন দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ঈসা জোহর হায়াত এ কথা জানান।

তিনি জানান, খাদ্য নিরাপত্তা, সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে তার দেশ আগ্রহ প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা-তে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। কুয়েতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে উভয় দেশের মধ্যে দূতাবাস স্থাপনের জন্য প্লট বরাদ্দ হস্তান্তর, শ্রমবাজার, ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট চালু, তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা, ঢাকার পূর্বাচলে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ, অবকাঠামো ও কৃষিক্ষেত্রে সহযোগিতা, কুয়েতে হালাল পণ্যের অ্যাক্রিডিটেড সার্টিফিকেট বা সনদ প্রাপ্তিতে সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শনিবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছাবেন। এছাড়া তিনি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অথবা সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।