ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্চ থেকে স্থগিত বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 89

বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি নয় মার্চ থেকে সাময়িকভাবে স্থগিত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-ম্যানচেস্টার রুটের নিয়মিত ফ্লাইট ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

কিন্তু পরবর্তীতে টিকেটধারী যাত্রীসাধারণের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী উক্ত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পূর্বঘোষিত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ০১ মার্চ তারিখ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

এতে আরো বলা হয়, এই রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/ +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বিমান।

এর আগে বলা হয়, উড়োজাহাজ ঘাটতি, আসন্ন হজ, রক্ষণাবেক্ষণসহ বেশ কিছু কারণে বিমানের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

এই রুটটি স্থগিত করায় যুক্তরাজ্যে বসবাসরত ও নিয়মিত ভ্রমণকারী বাংলাদেশিরা বিশেষ করে সিলেটের সঙ্গে সরাসরি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ইতোমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে, ৭৩ দিন স্থগিত থাকার পর ২০২৫ সালের জুলাই মাসে সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট শুরু করেছিল বিমান।

২০২৫ সালে নিরবচ্ছিন্ন হজ ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে বিমান ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত রেখেছিল।

বিমানের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে যা ২১টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্চ থেকে স্থগিত বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট

সর্বশেষ আপডেট ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

ফেব্রুয়ারি নয় মার্চ থেকে সাময়িকভাবে স্থগিত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-ম্যানচেস্টার রুটের নিয়মিত ফ্লাইট ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

কিন্তু পরবর্তীতে টিকেটধারী যাত্রীসাধারণের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী উক্ত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পূর্বঘোষিত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ০১ মার্চ তারিখ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

এতে আরো বলা হয়, এই রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/ +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বিমান।

এর আগে বলা হয়, উড়োজাহাজ ঘাটতি, আসন্ন হজ, রক্ষণাবেক্ষণসহ বেশ কিছু কারণে বিমানের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

এই রুটটি স্থগিত করায় যুক্তরাজ্যে বসবাসরত ও নিয়মিত ভ্রমণকারী বাংলাদেশিরা বিশেষ করে সিলেটের সঙ্গে সরাসরি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ইতোমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে, ৭৩ দিন স্থগিত থাকার পর ২০২৫ সালের জুলাই মাসে সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট শুরু করেছিল বিমান।

২০২৫ সালে নিরবচ্ছিন্ন হজ ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে বিমান ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত রেখেছিল।

বিমানের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে যা ২১টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে।