ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির ১৫ এর মধ্যে সংসদ নির্বাচন হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ০২:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 115

ফেব্রুয়ারির ১৫ এর মধ্যে সংসদ নির্বাচন হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি পেছানোর কোনো সম্ভাবনা নেই। গণভোটের বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টাই নেবেন বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, “যেকোনো সিদ্ধান্ত নেয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে।”

প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত বিবেচনা করা হচ্ছে, তবে এটিকে হুমকি হিসেবে দেখা হচ্ছে না। যেটাই সবচেয়ে উত্তম হবে, প্রধান উপদেষ্টা তা গ্রহণ করবেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার প্রসঙ্গে তিনি জানান, ১৩ নভেম্বর আদালত বিচারকের সময়সূচি জানাবে।

এদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে, সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেব্রুয়ারির ১৫ এর মধ্যে সংসদ নির্বাচন হবে: প্রেস সচিব

সর্বশেষ আপডেট ০২:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি পেছানোর কোনো সম্ভাবনা নেই। গণভোটের বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টাই নেবেন বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, “যেকোনো সিদ্ধান্ত নেয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে।”

প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত বিবেচনা করা হচ্ছে, তবে এটিকে হুমকি হিসেবে দেখা হচ্ছে না। যেটাই সবচেয়ে উত্তম হবে, প্রধান উপদেষ্টা তা গ্রহণ করবেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার প্রসঙ্গে তিনি জানান, ১৩ নভেম্বর আদালত বিচারকের সময়সূচি জানাবে।

এদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে, সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।