ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ

ফেব্রুয়ারির নির্বাচনই হবে পরিবর্তনের সূচনা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 52

কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি গ্রহণযোগ্য ও প্রশংসাযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি পাবে। তার ভাষায়— “এই নির্বাচন পরিবর্তনের সূচনা করবে। জনগণ নিজের ভোটের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে, সেখানে অন্য কারো প্রয়োজন হবে না।”

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে একটি “ঐতিহাসিক ও বিশ্বমানের” নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমাবেশে সালাহউদ্দিন আরও বলেন, দীর্ঘ দেড় যুগ দেশে আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদী শাসন’ চালু ছিল, যার কারণে মানুষ ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তার দাবি— সংবিধান ও গণতন্ত্রের নামমাত্র কাঠামো থাকলেও বাস্তবে পূর্ববর্তী সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা কখনোই দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেননি। বরং একটি প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষাই নাকি ছিল তার প্রধান উদ্দেশ্য। তার মতে, ক্ষমতার মেয়াদজুড়ে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে এবং বাংলাদেশকে অন্য শক্তির প্রভাবাধীন করা হয়েছিল।

আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগই প্রমাণ করে যে তিনি জনগণের প্রতি দায়বদ্ধ ছিলেন না।

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ শেষে তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ

ফেব্রুয়ারির নির্বাচনই হবে পরিবর্তনের সূচনা

সর্বশেষ আপডেট ০৩:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি গ্রহণযোগ্য ও প্রশংসাযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি পাবে। তার ভাষায়— “এই নির্বাচন পরিবর্তনের সূচনা করবে। জনগণ নিজের ভোটের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে, সেখানে অন্য কারো প্রয়োজন হবে না।”

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে একটি “ঐতিহাসিক ও বিশ্বমানের” নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমাবেশে সালাহউদ্দিন আরও বলেন, দীর্ঘ দেড় যুগ দেশে আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদী শাসন’ চালু ছিল, যার কারণে মানুষ ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তার দাবি— সংবিধান ও গণতন্ত্রের নামমাত্র কাঠামো থাকলেও বাস্তবে পূর্ববর্তী সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা কখনোই দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেননি। বরং একটি প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষাই নাকি ছিল তার প্রধান উদ্দেশ্য। তার মতে, ক্ষমতার মেয়াদজুড়ে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে এবং বাংলাদেশকে অন্য শক্তির প্রভাবাধীন করা হয়েছিল।

আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগই প্রমাণ করে যে তিনি জনগণের প্রতি দায়বদ্ধ ছিলেন না।

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ শেষে তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।