প্রেস সচিব
ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনিবার্য, কেউ থামাতে পারবে না
- সর্বশেষ আপডেট ১২:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 81
অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই এবং কেউ তা আটকাতে পারবে না। নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “মোবাইল ভায়োলেন্স এখন আর নেই। পূর্বের অস্থিরতা দৃঢ়ভাবে দমন করা হয়েছে। এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, নির্বাচনে ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করবে এবং নির্বাচনের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসবে। রাজনীতিতে গণতন্ত্র হচ্ছে সলিড ফাউন্ডেশন। প্রেস সচিবের দাবি, নির্বাচন বিষয়ে কোনো সংশয় বা আশংকা নেই। ইতিমধ্যেই সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সব দলই প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং মিছিল ও মিটিংয়ে প্রচারণা চালাচ্ছে।
শফিকুল আলম বলেন, অবৈধ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রোধে আইন শৃঙ্খলা বাহিনী এখন অবৈধ অস্ত্র উদ্ধার করছে। এছাড়া, ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রীয়াজের ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার খবরকে তিনি পতিত সরকারের প্রচারণা হিসেবে খণ্ডন করেন।
মফস্বল সাংবাদিকদের বেতনভাতা প্রসঙ্গে তিনি বলেন, বড় মিডিয়া সংস্থার মালিক বা সম্পাদকরা জেলা পর্যায়ের সাংবাদিকদের কোনো অর্থ দেন না, শুধুমাত্র কার্ড দিয়ে কাজ শেষ হয়। তবে সম্প্রতি সাংবাদিক ইউনিয়ন ওয়েজ বোর্ড নিয়ে দাবি উঠেছে।
































