ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ০২:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 75

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে রোববার (১৬ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে দ্রুত স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে।

জুলাই আন্দোলনের আহত যোদ্ধা নাহিদুর রহমান জানান, শহীদদের অসম্মান করতেই এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে। তার মতে, আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চাইলে সহজেই দোষীদের শনাক্ত করতে পারবে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, থানার খুব কাছেই এমন ঘটনা ঘটানো প্রমাণ করে যে ‘আওয়ামী দুর্বৃত্তরা’ এখনও এলাকায় সক্রিয়। তিনি অভিযোগ করেন, সম্প্রতি এলাকাজুড়ে বেশ কিছু নাশকতার ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও বড় ধরনের অপতৎপরতা ঘটতে পারে। তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের কর্মীরা নিজেদের মধ্যে বিবাদে জড়াচ্ছেন, অথচ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে আগুন লাগানোর সময় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হবে। তিনি নিশ্চিত করেন যে এ ঘটনায় মামলা করা হবে।

এর আগে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে একই ধরনেরভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

সর্বশেষ আপডেট ০২:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে রোববার (১৬ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে দ্রুত স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে।

জুলাই আন্দোলনের আহত যোদ্ধা নাহিদুর রহমান জানান, শহীদদের অসম্মান করতেই এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে। তার মতে, আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চাইলে সহজেই দোষীদের শনাক্ত করতে পারবে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, থানার খুব কাছেই এমন ঘটনা ঘটানো প্রমাণ করে যে ‘আওয়ামী দুর্বৃত্তরা’ এখনও এলাকায় সক্রিয়। তিনি অভিযোগ করেন, সম্প্রতি এলাকাজুড়ে বেশ কিছু নাশকতার ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও বড় ধরনের অপতৎপরতা ঘটতে পারে। তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের কর্মীরা নিজেদের মধ্যে বিবাদে জড়াচ্ছেন, অথচ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে আগুন লাগানোর সময় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হবে। তিনি নিশ্চিত করেন যে এ ঘটনায় মামলা করা হবে।

এর আগে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে একই ধরনেরভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।