ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া
- সর্বশেষ আপডেট ০৭:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 66
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পৈত্রিক বাড়ি ফুলগাজীতে। ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।
ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি পদে মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন মাহমুদ মজুমদার মনোনীত হয়েছেন। অন্য ইউনিয়নগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন:
মুন্সিরহাট ইউনিয়ন: সভাপতি নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী
দরবারপুর ইউনিয়ন: সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু
আনন্দপুর ইউনিয়ন: সভাপতি জিয়া হায়দার নাছির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক
আমজাদহাট ইউনিয়ন: সভাপতি মো. গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার
জি এম হাট ইউনিয়ন: সভাপতি আবুল হাশেম ভূঁঞা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, “পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবেন।”
উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল কার্যক্রম আরও সক্রিয় হবে।”































