ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিল্মি স্টাইলে অপহৃত ব্যবসায়ী, অতঃপর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 74

বগুড়ার দুপচাঁচিয়া থেকে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে অপহৃত একটি জুতার শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকেন্দ (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যে মাইক্রোবাসে করে তাকে দুর্বৃত্তরা অপহরণ করেছিল, অপহরণের কয়েক ঘণ্টা পর পাশের আদমদীঘী উপজেলার কুমাড়পাড়ায় সেই মাইক্রোবাস থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিহতের লাশ উদ্ধার করা হয়। পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলায় একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে ভয়ভীতি প্রদর্শন করে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায় তারা।

বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিল্মি স্টাইলে অপহৃত ব্যবসায়ী, অতঃপর

সর্বশেষ আপডেট ১২:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া থেকে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে অপহৃত একটি জুতার শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকেন্দ (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যে মাইক্রোবাসে করে তাকে দুর্বৃত্তরা অপহরণ করেছিল, অপহরণের কয়েক ঘণ্টা পর পাশের আদমদীঘী উপজেলার কুমাড়পাড়ায় সেই মাইক্রোবাস থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিহতের লাশ উদ্ধার করা হয়। পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলায় একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে ভয়ভীতি প্রদর্শন করে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায় তারা।

বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।