শিরোনাম
ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্পে সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
- সর্বশেষ আপডেট ১১:০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 106
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর ফিলিপাইনের উপকূলীয় কিছু অঞ্চলে সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত হতে পারে। এছাড়া প্রতিবেশী ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউতেও জলোচ্ছ্বাস আঘাত হানার আশঙ্কা রয়েছে, যেখানে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা তারও বেশি হতে পারে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়, যা উপকূলীয় অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে। কর্তৃপক্ষ নাগরিকদের উচ্চভূমিতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছে।
































