ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী
- সর্বশেষ আপডেট ০১:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 173
ঈদুল আজহার পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘরমুখো মানুষ। বুধবার (১১ জুন) সকাল থেকে রাজধানীর প্রবেশপথ—যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গাবতলী এলাকাগুলোতে ফিরতি যাত্রীর চাপ দেখা গেছে। প্রতিটি বাসেই যাত্রী ছিল পূর্ণ, এবং ভোর থেকেই এসব এলাকায় ঢাকামুখী মানুষের আনাগোনা শুরু হয়।
এবার ঈদের ছুটি তুলনামূলকভাবে দীর্ঘ হওয়ায় ঈদের পরপরই ফিরতি ভিড় দেখা যায়নি। তবে আজ থেকে চাপ বাড়তে শুরু করেছে বলে জানান সড়ক পরিবহণ সংশ্লিষ্টরা। তাদের ধারণা, আসন্ন বৃহস্পতি, শুক্র ও শনিবার ঢাকায় ফেরা যাত্রীদের চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। কারণ, আগামী রোববার (১৫ জুন) খুলে যাচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস ও শিল্প প্রতিষ্ঠান।
পোস্তগোলা, জুরাইন, ধোলাইপাড়, রায়েরবাগ, শনির আখড়া, মেডিকেল ও কাজলা এলাকায় দেখা গেছে—ঢাকামুখী যাত্রীরা বাস থেকে নেমে যার যার গন্তব্যে ছুটছেন। অধিকাংশ যাত্রী কোনো বড় ধরনের ভোগান্তি ছাড়াই সিএনজি, মোটরসাইকেল কিংবা ব্যাটারিচালিত যানবাহনে করে গন্তব্যে পৌঁছাতে পারছেন। তবে ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি।
সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরা রহিম নামের এক যাত্রী বলেন, “রাজারবাগে যেতে সিএনজি ৫০০ টাকা ভাড়া চাচ্ছে, যেখানে স্বাভাবিক ভাড়া ২৫০ টাকার বেশি নয়। যানবাহন আছে, কিন্তু ভাড়া বেশি।”
ঢাকা-গাজীপুর রুটের চালক ফিরোজ জানান, “আজ যাত্রী তুলনামূলক অনেক বেশি। কোনো জ্যাম বা সমস্যা ছাড়াই গাড়ি ভরে ঢাকায় এসেছি।”
উল্লেখ্য, গত ৭ জুন উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ১০ দিনের টানা ছুটি পাচ্ছেন, যা শেষ হবে ১৪ জুন। ফলে রোববার থেকেই কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই, আর সেই চাপই এখন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ঢাকায়।































