ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরেক্স ট্রেডিংয়ে প্রতারণা: শত কোটি টাকা নিঃশেষ

তথ্য প্রযুক্তি ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 153

শাকিব উদ্দিন

দেশে অনলাইন ফরেক্স ট্রেডিংয়ের আড়ালে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীরা জানাচ্ছেন, তারা বেশি লাভের আশায় ছোট অঙ্কের বিনিয়োগ করলেও, পরে পুরো অর্থ হারাচ্ছেন। এই চক্রের এক হোতা শাকিব উদ্দিন ও তার ভাই ইতিমধ্যে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেছেন।

সূত্র মতে, শাকিব উদ্দিন বর্তমানে দুবাই থেকে নতুনভাবে প্রতারণা চালাচ্ছেন। এই চক্রের সঙ্গে যুক্ত দেশের কিছু লোক একটি শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা সাধারণ মানুষকে বিনিয়োগে প্রলুব্ধ করছে। এ নেটওয়ার্কের এজেন্টরা দেশের প্রায় সব জেলায় সক্রিয় এবং নতুন মানুষকে অর্থ বিনিয়োগে যোগ দিতে উৎসাহিত করছে।

ফরেক্স ট্রেডিংয়ে প্রতারণা: শত কোটি টাকা নিঃশেষ
শাকিব উদ্দিন

ভুক্তভোগী নাজমুল হোসেন বলেন, “আমি প্রথমে কম টাকা বিনিয়োগ করেছিলাম, কিন্তু লোভ দেখিয়ে আমাকে আরও বেশি টাকা ইনভেস্ট করতে বলা হয়। পরে দেখি, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমার মতো আরও অনেকে প্রতারণার শিকার হয়েছেন।”

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই ধরনের প্রতারণা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি। তারা মনে করান, দ্রুত আইনের আওতায় এনে এ চক্রকে দমন না করলে সাধারণ মানুষের অর্থ ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের অর্থনীতিও প্রভাবিত হবে।

এ বিষয়ে সাংবাদিক নিরঝর আলম বলেন, “প্রতারকদের বিষয়ে সতর্ক না হয়ে তাদের ইতিবাচক খবর প্রচার করা দেশের জন্য ক্ষতিকর। গণমাধ্যমের উচিত সতর্কভাবে রিপোর্ট করা।”

ভুক্তভোগীরা সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনা হোক এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফরেক্স ট্রেডিংয়ে প্রতারণা: শত কোটি টাকা নিঃশেষ

সর্বশেষ আপডেট ০৪:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

দেশে অনলাইন ফরেক্স ট্রেডিংয়ের আড়ালে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীরা জানাচ্ছেন, তারা বেশি লাভের আশায় ছোট অঙ্কের বিনিয়োগ করলেও, পরে পুরো অর্থ হারাচ্ছেন। এই চক্রের এক হোতা শাকিব উদ্দিন ও তার ভাই ইতিমধ্যে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেছেন।

সূত্র মতে, শাকিব উদ্দিন বর্তমানে দুবাই থেকে নতুনভাবে প্রতারণা চালাচ্ছেন। এই চক্রের সঙ্গে যুক্ত দেশের কিছু লোক একটি শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা সাধারণ মানুষকে বিনিয়োগে প্রলুব্ধ করছে। এ নেটওয়ার্কের এজেন্টরা দেশের প্রায় সব জেলায় সক্রিয় এবং নতুন মানুষকে অর্থ বিনিয়োগে যোগ দিতে উৎসাহিত করছে।

ফরেক্স ট্রেডিংয়ে প্রতারণা: শত কোটি টাকা নিঃশেষ
শাকিব উদ্দিন

ভুক্তভোগী নাজমুল হোসেন বলেন, “আমি প্রথমে কম টাকা বিনিয়োগ করেছিলাম, কিন্তু লোভ দেখিয়ে আমাকে আরও বেশি টাকা ইনভেস্ট করতে বলা হয়। পরে দেখি, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমার মতো আরও অনেকে প্রতারণার শিকার হয়েছেন।”

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই ধরনের প্রতারণা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি। তারা মনে করান, দ্রুত আইনের আওতায় এনে এ চক্রকে দমন না করলে সাধারণ মানুষের অর্থ ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের অর্থনীতিও প্রভাবিত হবে।

এ বিষয়ে সাংবাদিক নিরঝর আলম বলেন, “প্রতারকদের বিষয়ে সতর্ক না হয়ে তাদের ইতিবাচক খবর প্রচার করা দেশের জন্য ক্ষতিকর। গণমাধ্যমের উচিত সতর্কভাবে রিপোর্ট করা।”

ভুক্তভোগীরা সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনা হোক এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।