ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে রং মিশিয়ে মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০৬:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 144

ফরিদপুরে রং মিশিয়ে মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান বাজারে অনুমোদন ছাড়া গরু জবাই ও রং মিশিয়ে ভেজাল মাংস বিক্রি করার দায়ে ব্যবসায়ী সোহাগ (২৮)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে সাধারণ জনগণের তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা জানান, সোহাগ দীর্ঘদিন ধরে বাজারে অনুমোদনহীন গরু জবাই করে এবং রং মিশিয়ে মাংস বিক্রি করে আসছিল। একই কাজ পুনরায় শুরু করলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।

পরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় সোহাগকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

প্রসঙ্গত, প্রায় ২৫ কেজি ভেজাল মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। অভিযানের সময় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফরিদপুরে রং মিশিয়ে মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

সর্বশেষ আপডেট ০৬:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান বাজারে অনুমোদন ছাড়া গরু জবাই ও রং মিশিয়ে ভেজাল মাংস বিক্রি করার দায়ে ব্যবসায়ী সোহাগ (২৮)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে সাধারণ জনগণের তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা জানান, সোহাগ দীর্ঘদিন ধরে বাজারে অনুমোদনহীন গরু জবাই করে এবং রং মিশিয়ে মাংস বিক্রি করে আসছিল। একই কাজ পুনরায় শুরু করলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।

পরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় সোহাগকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

প্রসঙ্গত, প্রায় ২৫ কেজি ভেজাল মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। অভিযানের সময় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।