ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বিকেলের মধ্যে অবরোধ না তুললে, বলপ্রয়োগে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে চলমান সড়ক অবরোধে জনজীবনে তীব্র ভোগান্তি তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, বিকেলের মধ্যে অবরোধ তুলে না নিলে বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়া হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। কয়েকজনের ক্ষোভের কারণে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা যাবে না। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। আজকের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।”

তিনি আরও জানান, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, সীমান্ত ইস্যু, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ও ফরিদপুরের দুই ইউনিয়নকে ঘিরে সৃষ্ট সমস্যা নিয়েও মতবিনিময় হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নকে আগে যে আসনে রাখা হয়েছিল, সেখান থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। নির্বাচন কমিশন যুক্তি-তর্ক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু স্থানীয়দের ক্ষোভের কারণে অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা অযৌক্তিক।

তিনি আরও প্রশ্ন তোলেন, “এই দুটি ইউনিয়নে কতজন ভোটার? অথচ তাদের কারণে লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়ছে। এটা কোনোভাবেই কাম্য নয়।”

এদিকে শুধু ফরিদপুর নয়, পাবনার বেড়া উপজেলায়ও সীমানা নির্ধারণ ইস্যুতে সকাল-সন্ধ্যা হরতাল ও সড়ক-নৌপথ অবরোধ চলছে। একই দাবিতে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসন ফিরে পেতে জেলাজুড়ে অফিস-আদালত অবরোধ কর্মসূচিও অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফরিদপুরে বিকেলের মধ্যে অবরোধ না তুললে, বলপ্রয়োগে

সর্বশেষ আপডেট ০৩:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে চলমান সড়ক অবরোধে জনজীবনে তীব্র ভোগান্তি তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, বিকেলের মধ্যে অবরোধ তুলে না নিলে বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়া হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। কয়েকজনের ক্ষোভের কারণে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা যাবে না। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। আজকের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।”

তিনি আরও জানান, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, সীমান্ত ইস্যু, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ও ফরিদপুরের দুই ইউনিয়নকে ঘিরে সৃষ্ট সমস্যা নিয়েও মতবিনিময় হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নকে আগে যে আসনে রাখা হয়েছিল, সেখান থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। নির্বাচন কমিশন যুক্তি-তর্ক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু স্থানীয়দের ক্ষোভের কারণে অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা অযৌক্তিক।

তিনি আরও প্রশ্ন তোলেন, “এই দুটি ইউনিয়নে কতজন ভোটার? অথচ তাদের কারণে লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়ছে। এটা কোনোভাবেই কাম্য নয়।”

এদিকে শুধু ফরিদপুর নয়, পাবনার বেড়া উপজেলায়ও সীমানা নির্ধারণ ইস্যুতে সকাল-সন্ধ্যা হরতাল ও সড়ক-নৌপথ অবরোধ চলছে। একই দাবিতে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসন ফিরে পেতে জেলাজুড়ে অফিস-আদালত অবরোধ কর্মসূচিও অব্যাহত রয়েছে।