ফরিদপুরে খাদে পড়লো বাস, নিহত বেড়ে ৭
- সর্বশেষ আপডেট ০৩:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 1062
ফরিদপুরের সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার বাখুন্ডায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সার্ভিস।
নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়ার সর্দার (৬৫), তাঁর ছেলে ইমান সর্দার (২৮), কাঠিয়া বড়গ্রামের রাজিব খানের স্ত্রী দীপা খান (৩৪), জেলা সদরের চরচাঁদপুর গ্রামের বলরাম সরকারের স্ত্রী মালতী সরকার (৪০), জেলা শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার ফজিরুন নেছা (৬০), চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জের আলম মিয়া (৪০) ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়ার আজিবুর হোসেন (৪০)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটি দুটি ভেঙে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পাড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলে। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রীই আহত হয়েছেন। দুর্ঘনটায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসা ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা ৭ জনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে পাঁচজনকে মৃত অবস্থায় এবং ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।’


































