ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফজলুর রহমানকে ক্ষমা চাইতে বললো ডাকসুর জিএস

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানিয়েছেন, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে তার দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় মন্তব্যের জন্য ঢাবি শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারি মাদরাসায় রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন। ডাকসু মনে করে, এসব বক্তব্য শিক্ষার্থীদের মর্যাদা লঙ্ঘন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। এখানে ধর্ম, জাতি, বর্ণ বা মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হয়। তাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য প্রকাশিত এই ধরনের ঘৃণ্য ও বর্ণবাদী মন্তব্য শুধু শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকেও অবমাননা করে।

 

ডাকসু জানায়, এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফজলুর রহমানকে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং বর্ণবাদী ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফজলুর রহমানকে ক্ষমা চাইতে বললো ডাকসুর জিএস

সর্বশেষ আপডেট ০৯:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানিয়েছেন, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে তার দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় মন্তব্যের জন্য ঢাবি শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারি মাদরাসায় রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন। ডাকসু মনে করে, এসব বক্তব্য শিক্ষার্থীদের মর্যাদা লঙ্ঘন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। এখানে ধর্ম, জাতি, বর্ণ বা মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হয়। তাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য প্রকাশিত এই ধরনের ঘৃণ্য ও বর্ণবাদী মন্তব্য শুধু শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকেও অবমাননা করে।

 

ডাকসু জানায়, এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফজলুর রহমানকে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং বর্ণবাদী ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে।