ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্লট বরাদ্দ দুর্নীতি মামলার শেখ হাসিনার রায় ২৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 97

শেখ হাসিনা

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন; সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য শফি উল হক, মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন ও শহীদ উল্লা খন্দকার।

রাষ্ট্রপক্ষে দুদকের প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) যুক্তিতর্কে সকল আসামির সর্বোচ্চ শাস্তি— যাবজ্জীবন কারাদণ্ড— প্রত্যাশা করেন।

অন্যদিকে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে অ্যাডভোকেট শাহীনুর ইসলাম তার যুক্তি তুলে ধরেন এবং অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস চান।

২৭ নভেম্বর এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্লট বরাদ্দ দুর্নীতি মামলার শেখ হাসিনার রায় ২৭ নভেম্বর

সর্বশেষ আপডেট ০২:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন; সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য শফি উল হক, মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন ও শহীদ উল্লা খন্দকার।

রাষ্ট্রপক্ষে দুদকের প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) যুক্তিতর্কে সকল আসামির সর্বোচ্চ শাস্তি— যাবজ্জীবন কারাদণ্ড— প্রত্যাশা করেন।

অন্যদিকে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে অ্যাডভোকেট শাহীনুর ইসলাম তার যুক্তি তুলে ধরেন এবং অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস চান।

২৭ নভেম্বর এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে।