ইউনুস সরকারকে ডুবানোর জন্য একাই যথেষ্ট
প্রেস সচিব শফিকের ঝুনঝুনিতে কয় মণ তেল মালিশ করতে হবে?
- সর্বশেষ আপডেট ০৯:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 192
কথার লড়াইয়ে নেমেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাল্টাপাল্টি স্ট্যাটাসে মুখর নেটদুনিয়া। প্রেস সচিবের স্ট্যাটাসের জবাব দিয়ে রনি বলেছেন, বর্তমান ইউনূস সরকারকে ডুবানোর জন্য এই প্রেস সচিবই যথেষ্ট।
ফেসবুকে দেয়া গোলাম মওলা রনির স্ট্যাটাসটি বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-
‘ছবির ভদ্রলোকের একটি নাম আছে। কিন্তু তার নামের সঙ্গে হাল আমলে এমন এক উপাধি যুক্ত হয়েছে যা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে !
এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারনত কথা বলি না। কিন্ত রাষ্টের হয়ে তিনি এমন কিছু করছেন এবং এমন কিছু বলছেন যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফরজে আইন। আর তাই একটি টেলিভিশন টকশোতে বলেছিলাম – ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই, এই লোকটিই যথেষ্ট !
আমার কথা শুনে নিশ্চয়ই লোকটির মাথা গরম হয়েছে এবং সেই গরমে তার মাথার বুদ্ধি প্রসারিত হয়ে শরীরের টুনটুনি ঝুনঝুনিতে ছড়িয়ে পড়েছে ! তিনি আমার বিরুদ্ধে ফেইজবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং শহীদ নূর হোসেনকে নিয়ে আমি যে মন্তব্য করেছি তা তার ঝুন ঝুনির বিবেক বুদ্ধি অনুযায়ী বিশ্লেষন করেছেন।
মব নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছি নূর হোসেন এরশাদ জমানায় মবের শিকার হয়ে শহীদ হয়েছেন। মব যার ইংরেজি নাম জঙ্গল জাস্টিস তা কেবল জনগণ করে না, রাষ্ট্রীয় বাহিনীও করে। এই সোজা বিষয়টি অনুধাবনের জন্য লোকটির ঝুনঝুনিতে কয় মণ তেল মালিশ করতে হবে তা যদি কেউ আমায় বলে দেন তবে খুবই উপকার হয়।
































