ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের টানে হবিগঞ্জে চীনা যুবক

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৯:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 127

প্রেমের টানে হবিগঞ্জে চীনা যুবক

ভাষা, সংস্কৃতি আর হাজার মাইল দূরের ব্যবধানও থামাতে পারেনি ভালোবাসার টান। ধর্ম, জাতি কিংবা জাতীয়তার ভিন্নতা ভুলে এক তরুণ-তরুণী গড়েছেন ভিন্নধর্মী প্রেমকাহিনি। এই ব্যতিক্রমী ঘটনার জন্ম হয়েছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে।

গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে মিম আক্তারের প্রেমে পড়েছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় ঘটে প্রায় ছয় মাস আগে। আলাপচারিতা থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। দূরত্ব সত্ত্বেও তারা সিদ্ধান্ত নেন সম্পর্কটিকে বাস্তবে রূপ দেওয়ার।

প্রেমের টানে অবশেষে ওই যুবক বাংলাদেশে চলে আসেন। বর্তমানে তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামে অবস্থান করছেন মিমের পরিবারের সঙ্গে।

এ ঘটনাকে ঘিরে গ্রামজুড়ে চলছে নানা আলোচনা। মিমের বাড়িতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষজন।

মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় যা প্রয়োজন হবে, ইউনিয়ন পরিষদ সহযোগিতা করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রেমের টানে হবিগঞ্জে চীনা যুবক

সর্বশেষ আপডেট ০৯:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ভাষা, সংস্কৃতি আর হাজার মাইল দূরের ব্যবধানও থামাতে পারেনি ভালোবাসার টান। ধর্ম, জাতি কিংবা জাতীয়তার ভিন্নতা ভুলে এক তরুণ-তরুণী গড়েছেন ভিন্নধর্মী প্রেমকাহিনি। এই ব্যতিক্রমী ঘটনার জন্ম হয়েছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে।

গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে মিম আক্তারের প্রেমে পড়েছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় ঘটে প্রায় ছয় মাস আগে। আলাপচারিতা থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। দূরত্ব সত্ত্বেও তারা সিদ্ধান্ত নেন সম্পর্কটিকে বাস্তবে রূপ দেওয়ার।

প্রেমের টানে অবশেষে ওই যুবক বাংলাদেশে চলে আসেন। বর্তমানে তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামে অবস্থান করছেন মিমের পরিবারের সঙ্গে।

এ ঘটনাকে ঘিরে গ্রামজুড়ে চলছে নানা আলোচনা। মিমের বাড়িতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষজন।

মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় যা প্রয়োজন হবে, ইউনিয়ন পরিষদ সহযোগিতা করবে।