আব্দুল হান্নান মাসউদ
‘প্রাপ্য সম্মান নেই’, জুলাই ঘোষণার অনুষ্ঠান বর্জন
- সর্বশেষ আপডেট ০১:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 58
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার দিবাগত রাতে (৫ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘আগামীকাল (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানের দাওয়াতপত্র পেলাম। শুনেছি, এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডির ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কিছু আসন বসাবে, কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না। জানি না, এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না। যাদের সাহসিকতা ও নেতৃত্বে এই অভ্যুত্থান এবং এই সরকার; বছর না পেরোতেই তারা মূল্যহীন।’
পোস্টে হান্নান মাসউদ আরও লেখেন, ‘আমার সহযোদ্ধারা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন; তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি, আব্দুল হান্নান মাসউদ, ব্যক্তিগতভাবে আগামীকালের (আজকের) জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিচ্ছি।’































