মৎস্য ও প্রাণিসম্পদ খাত
প্রান্তিক খামারিদের সহায়তায় বিদ্যুৎ বিলের ২০% রিবেট সিদ্ধান্ত
- সর্বশেষ আপডেট ০৯:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 7
সরকার প্রান্তিক মৎস্য খামার, হ্যাচারি এবং গবাদিপশু ও পোল্ট্রি খামারিদের উৎপাদন ব্যয় কমানোর জন্য বিদ্যুৎ বিলের ২০ শতাংশ রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যুৎ রিবেট নীতিমালার আওতায় বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ রিবেট দেওয়া হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চারটি খাতের জন্য অর্থ বিভাগ ১০০ কোটি টাকা ভর্তুকি অনুমোদন করেছে।
এর মধ্যে পশু ও পোল্ট্রি খাদ্য উৎপাদনকারী শিল্প, ফিস ফিড উৎপাদন, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প অন্তর্ভুক্ত, যার মধ্যে দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট ও দই রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ উৎপাদন ব্যয় কমাবে, খামারি ও শিল্পখাতে বিনিয়োগ বাড়াবে এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে দেশকে আরও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রান্তিক পর্যায়ে এই সহায়তা ক্ষুদ্র ও মাঝারি খামারিদের উৎপাদন ক্ষমতা বাড়াবে এবং দেশের খাদ্যশৃঙ্খলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।































