ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 100

প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি অব্যাহত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১০ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি চলছে। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচিও অব্যাহত রয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, সরকারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বা দৃশ্যমান আশ্বাস পাওয়া যায়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা মাহবুবর রহমান জানান, কোথাও কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়নি। তিন দফা দাবি পূরণ না হলে আন্দোলন বন্ধ করা হবে না।

এদিকে বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে সচিবালয়ে।

এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে সচিবালয়ে বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হলেও পরে শিক্ষক নেতারা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, শনিবার (৮ নভেম্বর) শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। এরপর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সারা দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি অব্যাহত

সর্বশেষ আপডেট ০৫:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১০ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি চলছে। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচিও অব্যাহত রয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, সরকারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বা দৃশ্যমান আশ্বাস পাওয়া যায়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা মাহবুবর রহমান জানান, কোথাও কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়নি। তিন দফা দাবি পূরণ না হলে আন্দোলন বন্ধ করা হবে না।

এদিকে বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে সচিবালয়ে।

এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে সচিবালয়ে বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হলেও পরে শিক্ষক নেতারা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, শনিবার (৮ নভেম্বর) শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। এরপর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সারা দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।