ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 80

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্টের খাসকামরায় অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল একান্ত বৈঠক।

দুপুর ২টার কিছু আগে নির্বাচন ভবন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে সিইসি এ বৈঠকে যোগ দেন। সাধারণত তফসিল ঘোষণার সময় ঘনিয়ে এলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করা নির্বাচন কমিশনের পুরনো প্রথা। এবার সিইসি সচিবকে সঙ্গে নিয়ে একাই সাক্ষাতে যান।

বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে সীমানা পুনর্নির্ধারণ সংশ্লিষ্ট মামলা, তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিটের প্রভাব এবং আদালতের আদেশ যেন নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত না করে—এসব বিষয় নিয়ে। পাশাপাশি নির্বাচনের সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন সম্পর্কেও মতবিনিময় হওয়ার সম্ভাবনা আছে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সার্বিক প্রস্তুতি জানিয়ে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসি। এরপরই তফসিল ঘোষণার শেষ প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে বুধবার (১০ ডিসেম্বর) বিটিভি ও বেতারে সিইসির ভাষণ রেকর্ড করার সময় নির্ধারণ করা হয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রচারের অংশ হিসেবে প্রচারিত হবে।

ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের লক্ষ্যে চলতি সপ্তাহেই তফসিল প্রকাশের কথা রয়েছে। এ পরিস্থিতিতে সীমানা-সংক্রান্ত রিট, প্রতীক বরাদ্দ–পরবর্তী প্রার্থিতার বিষয়ে আদালতের হস্তক্ষেপ এবং নির্বাচনকালীন আইনগত সহায়তা—এসব বিষয় প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার জন্যই আজকের বৈঠক বলে জানা গেছে।

তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ এবারও বজায় রাখলেন সিইসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

সর্বশেষ আপডেট ০৩:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্টের খাসকামরায় অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল একান্ত বৈঠক।

দুপুর ২টার কিছু আগে নির্বাচন ভবন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে সিইসি এ বৈঠকে যোগ দেন। সাধারণত তফসিল ঘোষণার সময় ঘনিয়ে এলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করা নির্বাচন কমিশনের পুরনো প্রথা। এবার সিইসি সচিবকে সঙ্গে নিয়ে একাই সাক্ষাতে যান।

বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে সীমানা পুনর্নির্ধারণ সংশ্লিষ্ট মামলা, তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিটের প্রভাব এবং আদালতের আদেশ যেন নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত না করে—এসব বিষয় নিয়ে। পাশাপাশি নির্বাচনের সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন সম্পর্কেও মতবিনিময় হওয়ার সম্ভাবনা আছে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সার্বিক প্রস্তুতি জানিয়ে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসি। এরপরই তফসিল ঘোষণার শেষ প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে বুধবার (১০ ডিসেম্বর) বিটিভি ও বেতারে সিইসির ভাষণ রেকর্ড করার সময় নির্ধারণ করা হয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রচারের অংশ হিসেবে প্রচারিত হবে।

ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের লক্ষ্যে চলতি সপ্তাহেই তফসিল প্রকাশের কথা রয়েছে। এ পরিস্থিতিতে সীমানা-সংক্রান্ত রিট, প্রতীক বরাদ্দ–পরবর্তী প্রার্থিতার বিষয়ে আদালতের হস্তক্ষেপ এবং নির্বাচনকালীন আইনগত সহায়তা—এসব বিষয় প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার জন্যই আজকের বৈঠক বলে জানা গেছে।

তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ এবারও বজায় রাখলেন সিইসি।