ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা- সিইসির বৈঠকের স্পষ্ট ব্যাখ্যা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 183

প্রধান উপদেষ্টা- সিইসির বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সালাহউদ্দিন বলেন, “আমাদের ধারণা, ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা হয়তো সিইসিকে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “যদি উভয় পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বার্তা আসে, তাহলে জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারবে।”

এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব, যদি ফেব্রুয়ারি লক্ষ্য করে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “এই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বাস্তব কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন সামনে রেখে সকল প্রস্তুতি কেন্দ্রীভূত হওয়াই উচিত।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুজনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়েছে। এর ফলে সেখানে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানতে পারেনি সূত্র। তবে স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়।

লন্ডনে ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু
লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক 

যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও (ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধান উপদেষ্টা- সিইসির বৈঠকের স্পষ্ট ব্যাখ্যা দাবি

সর্বশেষ আপডেট ০৭:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সালাহউদ্দিন বলেন, “আমাদের ধারণা, ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা হয়তো সিইসিকে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “যদি উভয় পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বার্তা আসে, তাহলে জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারবে।”

এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব, যদি ফেব্রুয়ারি লক্ষ্য করে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “এই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বাস্তব কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন সামনে রেখে সকল প্রস্তুতি কেন্দ্রীভূত হওয়াই উচিত।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুজনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়েছে। এর ফলে সেখানে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানতে পারেনি সূত্র। তবে স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়।

লন্ডনে ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু
লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক 

যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও (ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।