প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ
- সর্বশেষ আপডেট ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 109
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ দেশ ও জাতির উন্নয়ন এবং সামরিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেছেন। এ সময় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের স্বার্থ রক্ষায় যৌথ পদক্ষেপ নিয়ে মত বিনিময় হয়।
সাক্ষাৎকালে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সামরিক বাহিনীর কার্যক্রমে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার জন্য সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বিমানবাহিনী প্রধান তার দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের সুরক্ষা এবং শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য সব ধরনের সহযোগিতায় উদ্বুদ্ধ থাকার কথা উল্লেখ করেন।
এই সাক্ষাৎ বৈঠক সরকারের পাশাপাশি সামরিক বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
































