ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপের পর সংলাপে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 221

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপের পর সংলাপে জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের মূলতবি সংলাপে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সংলাপ বয়কটের পর বুধবার তারা এতে অংশ নেয়। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ সংলাপে অংশ নিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হন।

ডা. তাহের জানান, মঙ্গলবার দুপুরে জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। এতে সরকার ও প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং আগামীতেও স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

তাহের বলেন, জামায়াত সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করেছে, তবে কোনো ব্যত্যয় ঘটলে কথা বলতেই হবে। ইউনূস-তারেক রহমান বৈঠককে স্বাগত জানালেও যৌথ বিবৃতিকে প্রশ্নবিদ্ধ বলেন তিনি। প্রধান উপদেষ্টা দেশের বাইরে বসে এমন সিদ্ধান্ত না নিয়ে দেশে এসে আলোচনার আহ্বান জানানো উচিত ছিল বলে মত দেন তিনি।

সরকার ও বিএনপির যৌথ বিবৃতিকে “পৃথিবীর ইতিহাসে বিরল” বলে মন্তব্য করে তিনি বলেন, এতে দেশের অন্যান্য রাজনৈতিক দল বিব্রত হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার “লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই” মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। ডা. তাহের বলেন, একজন ব্যক্তি যিনি একটি ভবনের তালা একমাসেও খুলতে পারেন না, তিনি ৩০০ আসনে নির্বাচন সুষ্ঠু করতে পারবেন কীভাবে, সেটাই বিস্ময়কর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপের পর সংলাপে জামায়াত

সর্বশেষ আপডেট ০৪:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের মূলতবি সংলাপে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সংলাপ বয়কটের পর বুধবার তারা এতে অংশ নেয়। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ সংলাপে অংশ নিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হন।

ডা. তাহের জানান, মঙ্গলবার দুপুরে জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। এতে সরকার ও প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং আগামীতেও স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

তাহের বলেন, জামায়াত সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করেছে, তবে কোনো ব্যত্যয় ঘটলে কথা বলতেই হবে। ইউনূস-তারেক রহমান বৈঠককে স্বাগত জানালেও যৌথ বিবৃতিকে প্রশ্নবিদ্ধ বলেন তিনি। প্রধান উপদেষ্টা দেশের বাইরে বসে এমন সিদ্ধান্ত না নিয়ে দেশে এসে আলোচনার আহ্বান জানানো উচিত ছিল বলে মত দেন তিনি।

সরকার ও বিএনপির যৌথ বিবৃতিকে “পৃথিবীর ইতিহাসে বিরল” বলে মন্তব্য করে তিনি বলেন, এতে দেশের অন্যান্য রাজনৈতিক দল বিব্রত হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার “লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই” মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। ডা. তাহের বলেন, একজন ব্যক্তি যিনি একটি ভবনের তালা একমাসেও খুলতে পারেন না, তিনি ৩০০ আসনে নির্বাচন সুষ্ঠু করতে পারবেন কীভাবে, সেটাই বিস্ময়কর।