প্রথম বাংলাদেশি নারী মহাকাশচারী প্রার্থী সারাহ করিম
- সর্বশেষ আপডেট ০৪:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 222
টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি নারী মহাকাশচারী প্রার্থী হওয়ার গৌরব অর্জন করেছেন সারাহ করিম। তিনি এই ঐতিহাসিক অর্জনের জন্য পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ থেকে আগে কোনো নারী আন্তর্জাতিক মহাকাশ মিশনের আনুষ্ঠানিক প্রার্থী হওয়ার পর্যায়ে পৌঁছাননি—এই সুযোগ প্রথমবার পেয়েছেন সারাহ করিম। এই অর্জনকে বাংলাদেশের মহাকাশ গবেষণার নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।
সারাহ করিম জানিয়েছেন, তাকে ২০২৬–২০৩০ মেয়াদের জন্য টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে, যা তার জন্য গভীর সম্মানের বিষয়। আগামী বছর থেকে তার মহাকাশচারী প্রশিক্ষণ শুরু হবে। ২০২৯/৩০ সালে তিনি পৃথিবীর ৩০০ কিলোমিটার ওপর কক্ষপথে টাইটানস জেনেসিস মহাকাশযানে ইতিহাস গড়ার প্রস্তুতি নেবেন। পুরো মিশনটির নেতৃত্ব দেবেন নাসার প্রবীণ মহাকাশচারী ও প্রধান মহাকাশচারী বিল ম্যাকআর্থার।
একটি আবেগঘন ফেসবুক পোস্টে সারাহ লিখেছেন, ৯ বছর বয়সে সুনিতা উইলিয়ামসকে মহাকাশ থেকে ফিরতে দেখার মুহূর্তে যে স্বপ্ন তার মনে জন্মেছিল, সেই স্বপ্নই তাকে আজকের পথে নিয়ে এসেছে। তার ভাষায়, এই অর্জন শুধু তার নয়, এটি প্রতিটি বাংলাদেশি মেয়ের, প্রতিটি শিশুর এবং প্রতিটি মায়ের, যারা তার সন্তানের কাঁধে একটি মহাবিশ্ব বহন করেন।
তিনি তার স্বামী, পরিবার এবং তাকে সমর্থন করা সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তার স্বপ্নে বিশ্বাস রেখেছেন। সারাহ করিমের মতে, বাংলাদেশের পতাকা মহাকাশে তুলে ধরার সুযোগ পাওয়াটা তার কাছে অপরিসীম গর্বের।
































