ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার দলের সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 131

প্রথমবার দলের সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবার দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন।

রোববার (২৩ নভেম্বর) তিনি প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল সভায় যুক্ত হন। সভায় জাইমাকে দলের নেতাকর্মীরা ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন।

রাজনৈতিক অঙ্গনে জাইমার পদচারণা নতুন নয়; ছোটবেলায় দাদি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে দেখা যেত।

দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন, ব্যারিস্টারি শেষ করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস দেয়। এছাড়া দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।

জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি পাসের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তার প্রতি নতুন প্রত্যাশার কথা শোনা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথমবার দলের সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান

সর্বশেষ আপডেট ০৬:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবার দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন।

রোববার (২৩ নভেম্বর) তিনি প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল সভায় যুক্ত হন। সভায় জাইমাকে দলের নেতাকর্মীরা ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন।

রাজনৈতিক অঙ্গনে জাইমার পদচারণা নতুন নয়; ছোটবেলায় দাদি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে দেখা যেত।

দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন, ব্যারিস্টারি শেষ করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস দেয়। এছাড়া দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।

জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি পাসের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তার প্রতি নতুন প্রত্যাশার কথা শোনা যায়।