নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন
প্রতীক শাপলা, কলম বা মোবাইল চাইলো এনসিপি
- সর্বশেষ আপডেট ০৫:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 216
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। রোববার (২২ জুন) বিকেলে সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল ইসিতে এ আবেদন জমা দেয়।
আবেদনে দলটি শাপলা, মোবাইল ফোন ও কলম—এই তিনটির মধ্য থেকে একটি প্রতীক চেয়েছে।
এদিন এনসিপির পাশাপাশি আরও কয়েকটি দল, যেমন জনতার দল, জনতার পার্টি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিও নিবন্ধনের জন্য আবেদন করেছে।
নিবন্ধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামিম কামাল জানান, তারা নতুন ধারার রাজনীতি করতে চান এবং চাবি প্রতীক চেয়ে আবেদন করেছেন।
অন্যদিকে জনতার পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, “আমরা নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”
































