প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
- সর্বশেষ আপডেট ০৯:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 61
গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর অনুষ্ঠানে তুরাগ নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলো—তন্ময় ও অঙ্কিতা। তারা কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হিজলতলী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বিজয়া দশমীর শোভাযাত্রার সময় একটি শ্যালো নৌকা অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা খেলে ইঞ্জিনচালিত নৌকাটি উল্টে যায়। তখন নৌকায় প্রায় ১৮ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আমাদের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম চালাবে।”

































