সালাহউদ্দিনকে নিয়ে কটূক্তি
প্রতিবাদে উত্তাল উখিয়া বিএনপি
- সর্বশেষ আপডেট ০৭:১৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 157
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে কটূক্তি ও বেফাঁস মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া উপজেলা।
শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় উখিয়া সদর স্টেশনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী। উখিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতীকী অবরোধ গড়ে তোলেন।
বিক্ষোভে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎস্যজীবী দল এবং কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, “সালাহউদ্দিন আহমদের নামে কটূক্তি করে শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং পুরো কক্সবাজারের মানুষকে অপমান করা হয়েছে। তিনি এই দেশের জন্য গুম, নির্বাসনসহ নানা ত্যাগ স্বীকার করেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর এ ধরনের বক্তব্য কেবল অগ্রহণযোগ্যই নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।”
বক্তারা আরও বলেন, “এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য নাসির উদ্দীন পাটোয়ারীকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় জনগণই তার জবাব দেবে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি হলে বিএনপির নেতাকর্মীরা কঠোর আন্দোলনের মাধ্যমে জবাব দেবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন ফয়সাল সিকদার টিটু, রিদুয়ানুর রহমান বাপ্পি, রিদুয়ানুর রহমান, মোর্শেদুল হক ভুট্টু, রিদুয়ান সিদ্দিকী, আলমগীর সিকদার হান্নান, মো. ইব্রাহিম, হেলাল উদ্দিন, আবুল হাসান আলী, রফিকুল ইসলাম, আলম রাসেল, মীর রাফেদ, মোজাম্মেল, নুরুল ইসলাম শিবা প্রমুখ।



































