ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতী মায়ের চিকিৎসায় কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 281

প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতী মায়ের চিকিৎসায় কোস্ট গার্ড

প্রতিকূল আবহাওয়ায় এক গর্ভবতী মাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার, ৩০ মে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে বিপদসংকুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এমন পরিস্থিতিতে ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে খুলনার দাকোপ থানার কালাবগি গ্রামের এক গর্ভবতী নারী শরীফা বেগম (২৮)-এর প্রসববেদনা শুরু হয় এবং জরুরি ভিত্তিতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাকোপে স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কোস্ট গার্ড স্টেশন নলিয়ানকে বিষয়টি জানান।

পরিস্থিতি বিবেচনায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড একটি বোট প্রস্তুত করে এবং উক্ত মহিলাকে কালাবগি থেকে চালনা ঘাট পর্যন্ত নিরাপদে পৌঁছে দেয়। কোস্ট গার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রসববেদনায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়।

পরবর্তীতে শরীফা বেগম এক পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক—উভয়েই সুস্থ রয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কার্যক্রমেও সবসময় সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতী মায়ের চিকিৎসায় কোস্ট গার্ড

সর্বশেষ আপডেট ০৮:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

প্রতিকূল আবহাওয়ায় এক গর্ভবতী মাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার, ৩০ মে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে বিপদসংকুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এমন পরিস্থিতিতে ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে খুলনার দাকোপ থানার কালাবগি গ্রামের এক গর্ভবতী নারী শরীফা বেগম (২৮)-এর প্রসববেদনা শুরু হয় এবং জরুরি ভিত্তিতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাকোপে স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কোস্ট গার্ড স্টেশন নলিয়ানকে বিষয়টি জানান।

পরিস্থিতি বিবেচনায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড একটি বোট প্রস্তুত করে এবং উক্ত মহিলাকে কালাবগি থেকে চালনা ঘাট পর্যন্ত নিরাপদে পৌঁছে দেয়। কোস্ট গার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রসববেদনায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়।

পরবর্তীতে শরীফা বেগম এক পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক—উভয়েই সুস্থ রয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কার্যক্রমেও সবসময় সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।