প্যারিস ফ্যাশন উইকে আলোচনায় ঐশ্বরিয়া
- সর্বশেষ আপডেট ০৯:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 114
দুই বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত থেকেও আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভক্তদের ভালোবাসা, মুগ্ধতা কিংবা জনপ্রিয়তায় এক চুলও ভাটা পড়েনি তাঁর। আর সে কথা আবারও প্রমাণ হলো প্যারিস ফ্যাশন উইকে। ফ্যাশন ছাড়াও তিনটি ঘটনায় ঐশ্বরিয়াকে নিয়ে চলছে আলোচনা।
লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আন্তর্জাতিক এই আয়োজনে সোমবার অংশ নিয়ে র্যাম্পে হাঁটলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। কালো হীরাখচিত কাস্টম শেরওয়ানিতে নজর কাড়েন তিনি। ঐশ্বরিয়ার এই পোশাকের ডিজাইন করেছেন ভারতের প্রখ্যাত ডিজাইনার মানিশ মালহোত্রা।
ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল আর আত্মবিশ্বাসী হাসি যেন পুরো পরিবেশে অনন্য মাত্রা যোগ করে। দর্শকরা হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। ঐশ্বরিয়াও হাত নেড়ে সম্মান ফিরিয়ে দেন। ঐশ্বরিয়ার কয়েক মিনিট র্যাম্পে হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তাঁর পোশাক নিয়েও চলছে আলোচনা।

মানিশ মালহোত্রা বলেন, এই কাস্টম শেরওয়ানি অন্যরকম এক ক্যানভাস। বিশেষ করে ১০ ইঞ্চি লম্বা হীরাখচিত হাতার নকশা আধুনিক রাজকীয়তার প্রতীক। অলংকারের মতো সেই নকশা একসঙ্গে শক্তি ও সংবেদনশীলতা ফুটিয়ে তোলে।
প্যারিস ফ্যাশন উইকে শুধু র্যাম্পেই নয়, ঐশ্বরিয়ার মানবিক দিকও নজর কাড়ে। শো শুরুর আগে তাঁর এক ভক্ত হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন। ছবি তুলতে গিয়ে ওই ভক্ত হঠাৎ কেঁদে ফেলেন। তারকাসুলভ দূরত্ব না রেখে ঐশ্বরিয়া হাত দিয়ে তাঁর চোখের পানি মুছে দেন, জড়িয়ে ধরেন এবং বলেন, ‘জোরে শ্বাস নিন, হাসুন।’ এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।
পাশাপাশি ব্যাকস্টেজেও ঘটে আরেক ঘটনা। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করেন। পরে সামাজিক মাধ্যমে তিনি লিখেন, ‘আমাদের হৃদয়ের রানি। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা করে স্বপ্ন সত্যি হলো।’
বিশ্ব তারকাদের সঙ্গেও এদিন দেখা যায় ঐশ্বরিয়াকে। ব্রিটিশ অভিনেত্রী ও সুপারমডেল কারা ডেলেভিন দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। স্নিগ্ধ হাসিতে তাঁকে আলিঙ্গন করেন ঐশ্বরিয়া। অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে তাঁর তোলা ছবিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সব মিলিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি যেন প্যারিস ফ্যাশন উইককে অনন্য মাত্রা দিয়েছে।
সূত্র: মিড ডে ও হিন্দুস্তান টাইমস
































