পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল অভিযোগ মিথ্যা : জামায়াত
- সর্বশেষ আপডেট ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 51
পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাহরাইনে কোনো রাজনৈতিক দলের শাখা গঠনের সুযোগই নেই, ফলে সেখানে জামায়াতের কোনো সাংগঠনিক তৎপরতার প্রশ্নও ওঠে না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের নির্বাচনি আইন অনুযায়ী বিদেশে কোনো রাজনৈতিক দলের শাখা থাকা নিষিদ্ধ এবং জামায়াত শুরু থেকেই এই আইন মেনে চলছে। যেখানে দলের কোনো কমিটি নেই, সেখানে রাজনৈতিক নেতা থাকার প্রশ্নই আসে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরুর কথা থাকলেও কিছু দল আগেভাগেই প্রচারণায় নেমেছে। বিপরীতে জামায়াতের প্রার্থীরা প্রচারণা না করলেও স্বপ্রণোদিতভাবে ম্যাজিস্ট্রেট ও নির্বাচনি কর্মকর্তাদের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে একাধিক অভিযোগ জমা দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত নেতা বলেন, একদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই, অন্যদিকে যারা বিধি মানছে তাদের জরিমানা, নোটিশসহ নানা হয়রানিমূলক কার্যক্রম চালানো হচ্ছে। এসব বন্ধ করে নির্বাচনি সমতা নিশ্চিত করার দাবি তারা কমিশনের কাছে জানিয়েছেন।
































