জানালেন অর্থ উপদেষ্টা
পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে
- সর্বশেষ আপডেট ০২:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 70
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার।
রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে বিষয়টি প্রাথমিকভাবে আলোচনায় রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরবর্তী সরকারের ওপরই বর্তাবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর সঙ্গে চলমান আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত কথা হবে ১৫ তারিখে। ইতোমধ্যে তাদের সঙ্গে জুমে আলোচনা হয়েছে। তারা বলেছে, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট। তারা জানিয়েছে, আমরা যা যা করার কথা বলেছি, সেসব বিষয়ে তারা ইতিবাচক।”
তিনি আরও বলেন, “আইএমএফের কিছু সুপারিশ আছে—এর মধ্যে অন্যতম রাজস্ব আয় বৃদ্ধি করা। এটা আমিও স্বীকার করি। আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনো অনেক কম। এর একটি কারণ হলো, অনেক মানুষই ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল, সেটার জন্যও বড় ধরণের প্রভাব পড়েছে। তবুও আমরা রাজস্ব বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফ সামাজিক সুরক্ষার খাতে আরও বেশি বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছে—বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও খাদ্যখাতে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছি।”
তিনি আশা প্রকাশ করেন, চলমান সংস্কার প্রক্রিয়া ও রাজস্ব সংগ্রহ কার্যক্রম আরও জোরদার হলে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হবে।



































