পেট্রল ব্যবহার করে ভিডিও করার চেষ্টায় গুরুতর দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর
- সর্বশেষ আপডেট ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 107
ময়মনসিংহের গৌরীপুরের পরিচিত কনটেন্ট নির্মাতা আল-আমিন (৪০) আগুন নিয়ে ভিডিও তৈরির চেষ্টায় ভয়াবহভাবে দগ্ধ হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ থেকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে এনে সিসিইউতে রাখা হয়েছে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় এলাকায়। স্থানীয় একটি কৃত্রিম চৌবাচ্চার ওপর মাচা বানিয়ে তিনি ‘আগুনের উষ্ণতায় গোসল’ ধরনের একটি ভিডিও বানানোর পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালানোর মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ভয়াবহ রূপ নেয়। অতিরিক্ত পেট্রল ব্যবহারের কারণে আগুন মুহূর্তেই বড় শিখায় পরিণত হয়ে তাকে পুড়িয়ে দেয়।
সহযোগীদের বরাতে জানা গেছে, আল-আমিনের শরীরের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা অবস্থাকে ঝুঁকিপূর্ণ বলে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, আগুন তীব্র হলে তিনি পানিতে ঝাঁপ দেন, কিন্তু তাতেও নিজেকে রক্ষা করতে পারেননি।
কনটেন্ট ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
অন্যদিকে, আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অসংখ্য মানুষ তার আরোগ্যের জন্য শুভকামনা জানাচ্ছেন।


































