পৃথিবীর সর্বনাশের জন্য আমরাই আসামি: প্রধান উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০২:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 186
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী, তারা আমরা সবাই—আমরাই আসামি।”
বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “আমাদের কবিরা বলেছেন—সাগরের সব পানি যদি কালি হতো, আর বনের সব গাছ যদি কলম হতো, তবুও এই অপরাধের বর্ণনা লেখা শেষ হতো না। অথচ আমরা একই অপরাধ প্রতিদিন করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আজকের বিশ্ব নানা সংকটে জর্জরিত। যুদ্ধ, প্রযুক্তির অপব্যবহার—সব মিলিয়ে বিপদের মাত্রা বাড়ছে। কিন্তু যে সংকট আমরা অনেকেই এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারিনি, সেটি হলো প্রকৃতি ধ্বংসের সংকট। প্রকৃতিকে দোষারোপ করে লাভ নেই—আমরাই প্রকৃতিকে ধ্বংস করছি।”
প্রধান উপদেষ্টা বলেন, “মানুষের কাজ ছিল প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা। কিন্তু আমরা বরং উল্টো পথে হেঁটেছি। জলবায়ু সংকট এখন দৈত্যের মতো সামনে এসে দাঁড়িয়েছে। সে হুঁশিয়ারি দিচ্ছে—হয় আমি থাকব, নয়তো তুমি। দুজন একসাথে টিকে থাকতে পারব না।”
ড. ইউনূস বলেন, “এই পরিস্থিতি পাল্টাতে হলে আমাদের প্রতিদিনকার আচরণে, ভোগে, উৎপাদনে পরিবর্তন আনতে হবে। তা না হলে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছি।”
































